এই মুহূর্তটিকে যদি আমি সুখকর করে তুলতে পারি তবে পর-মুহূর্তটিও সুখকর হয়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ।

রাজযোগ মেডিটেশন

মেডিটেশন হল একটি আধ্যাত্মিক সাধনা। যেখানে মানুষ নিজের আত্ম-পরিচয় এবং পরমাত্মার সত্য পরিচয় সম্বন্ধে অবহিত হয়ে প্রভুমিলনের অনুভূতি করে। এই মিলনের ফলস্বরূপ মনুষ্যাত্মা ঈশ্বরীয় শক্তি অর্জন করে নিজের সমস্ত কলুষিতা ও খারাপ অভ্যাসকে দূর ক’রে এক শ্রেষ্ঠ জীবন বানাতে সক্ষম হয় আর অনেক মানুষের শ্রেষ্ঠ জীবন বানানোর জন্য প্রেরণা স্রোত হয়ে ওঠে।

আমাদের কাহিনী

ব্রহ্মাকুমারী প্রতিষ্ঠান হল একটি নারী-নেতৃত্বাধীন আধ্যাত্মিক সংগঠন যা ৫টি মহাদেশের ১৩৭টি দেশে ছড়িয়ে রয়েছে। হাজার হাজার সেবাকেন্দ্রের দ্বারা মানুষের আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে বিশ্ব পুনর্নবীকরণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কার্যক্রম জনহিতকর এবং জাতীয়তা, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ৷